তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আজ ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উৎযাপন করা হয়।দিবসটির এবারের প্রতিপাদ্য হলঃ "যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত"।ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষ্যে আজ সেমিনার ও ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভাঃপ্রা) জনাব খাদিজা খাতুন মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মহোদয়।আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ,মহিলা কলেজের অধ্যক্ষ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আইসিটি শিক্ষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জনাব মোঃ সোহেল রানা। সেমিনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস